সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় অ্যালকোহল পানে দুইজনের মৃত্যুর অভিযোগ

বগুড়া সংবাদ : বগুড়ায় অতিরিক্ত অ্যালকোহল পানে দুই জনের মৃত্যুর অভিযোগ উঠেছে। এতে গুরুতর অসুস্থ হয়ে আরও দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।শুক্রবার রাতে দুইজনের মৃত্যু হয়৷ তারা হলেন- বগুড়া শহরের ঠনঠনিয়া হাজী পাড়ার মৃত মোয়াজ্জেম হোসেনের পালিত ছেলে আওরঙ্গজেব চিনতু(৩৫) ও ঠনঠনিয়া বটতলা এলাকার আবু তালেবের ছেলে রাসেল(৩০)।

হাসপাতালে চিকিৎসাধীনরা হচ্ছেন, ঠনঠনিয়া বটতলার মৃত আমজাদ হোসেনের ছেলে পিলু (৫৬) এবং একই এলাকার জয়দেব দাসের ছেলে সনি দাস(৩০)। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দীন।

হাসপাতালে চিকিৎসাধীন পিলু বলেন, গত ২৭ মার্চ বিকেলে রাসেল শহরের ১ নং রেল ঘুমটি থেকে প্লাস্টিকের বোতলে অ্যালকোহল কিনে আনে। ওই দিন বিকেলেই চারজন এক সাথে অ্যালকাহল পান করে। রাতেই তারা অসুস্থ হয়ে পড়েন।

 

Check Also

২২ এপ্রিল বগুড়ায় ‘ডিএসএ কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্ট’ শুরু

বগুড়া সংবাদ : বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আগামী ২২ এপ্রিল থেকে শহীদ চান্দু স্টেডিয়ামে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *