
বগুড়া সংবাদ :বগুড়ার সাংস্কৃতকি সংগঠন আমরা ক’জন শল্পিীগোষ্ঠী। বৃহস্পতবিার সকালে সংগঠনরে সভাপতি লায়ন আব্দুল মোবনি ও সাধারণ সম্পাদক মো. মাহবুব হাসান সোহাগ-এর উপস্থতিতিে এই মানবকি উদ্যোগ সম্পন্ন হয়। এছাড়াও উপস্থতি ছলিনে হাফজে মাওলানা মোহাম্মদ হুজাইফা, সংগঠনরে সদস্য সাদমান আল মোবনি সাদাফ, নাফসান আল মোবনি অংশ, মোহা. এহসান হাসান সৌর্হাদ্য প্রমুখ।
ঈদ সামগ্রী বতিরণরে আগে ইয়াতমিখানার খতবি হাফজে মাওলানা মো. মাহবুবুর রহমান সালামী দোয়া পরচিালনা করনে। এ সময় তনিি দশে ও জাতরি কল্যাণ কামনা করনে এবং আমরা ক’জন শল্পিীগোষ্ঠীর প্রতষ্ঠিাতা সভাপতি মরহুম আব্দুস সামাদ পলাশরে রুহরে মাগফরোত কামনা করে বশিষে মোনাজাত করনে।
সংগঠনটরি নতেৃবৃন্দ জানান, সমাজরে সুবধিাবঞ্চতি শশিুদরে পাশে দাঁড়ানোই তাদরে মূল লক্ষ্য। ভবষ্যিতওে এ ধরনরে মানবকি র্কাযক্রম চালয়িে যাওয়ার আশাবাদ ব্যক্ত করনে তারা।