
বগুড়া সংবাদ : মঙ্গলবার বিকেলে বাংলাদশে খেলাফত মজলিস বগুড়ার উদ্যোগে রাজনীতবিদ ও সুধীজনরে সম্মানে ইফতার মাহফিল মুফতি মাহমুদুর রহমানরে সভাপতিত্বে এক হোটেেল অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথি ছিলনে কেন্দ্রীয় সাংগঠনকি সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী। বিশেষ অতিথি ছিলেন ওলামা মাশায়খে পরষিদ বগুড়ার সভাপতি মাওলানা আলমগীর হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদশ বগুড়ার সভাপতি মাওলানা মামুনুর রশদি, বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরি হিরু, ওলামা মাশায়খে আইম্মা পরষিদ বগুড়ার সভাপতি মাওলানা আব্দুল মতিন, জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মানসুরুর রহমান, শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক। আরো উপস্থতি ছিলেন এরশাদুল বারী, মাওলানা ইউসুফ হাবিবি ,মাওলানা আব্দুর রহমান মোল্লা, মাওলানা জাহদিুল ইসলাম প্রমুখ।