
বগুড়া সংবাদ : সোমবার দুপুরে বগুড়ার কাহালু সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে পাইকড় ইউনিয়নের আড়োলা আবাসনে শিশু ধর্ষনের প্রধান আসামী নূর ইসলাম সহ সকল ধর্ষকের ফাঁসির দাবীতে এক বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিল শেষে কাহালু উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন কাহালু সরকারি কলেজের শিক্ষার্থী সোহরাব হোসেন।
উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা ছাত্রদলের সভাপতি মুরাদ আহম্মেদ মধু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ-সভাপতি রাকিব ইমতিয়াজ শাওন, কাহালু পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক রিমন রাহাদ সহ কাহালু সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।