
বগুড়া সংবাদ :বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সােনাতলা উপজেলার সাবেক চেয়ারম্যান এ.কে.এম আহসানুল তৈয়ব জাকির বলেছেন। জনগণ সমর্থিত সংসদ ও নির্বাচিত সরকার ছাড়া দেশে সুষ্ঠু গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব নয়। দেশের জনগণ তাদের ভােটে প্রতিনিধি নির্বাচিত করে সংসদ ও সরকার গঠন করে দ্রুত সম্ভব বাংলাদেশে গনতন্ত্র দেখতে চায়। মানুষের ভোটের অধিকার ও গনতন্ত্র ফিরিয়ে দিতে বিএনপির নেতাকর্মীরা তারেক রহমানের নেতৃত্বে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি শনিবার বিকালে সারিয়াকান্দিতে কামালপুর ইউনিয়ন বিএনপি আয়ােজিত কর্মিসভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম ঠান্ডার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আলমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নূর- এ- আজম বাবু, সিনিয়র সহ-সভাপতি কাজী জাকির হোসেন বাবলু,
নাদিরুজ্জামান খাঁন সাঈদ,যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুল, সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদ প্রমুখ।