
বগুড়া সংবাদ : বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা পশ্চিম শাখার সাবেক আমীর ও কাহালু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ মাওঃ তায়েব আলী বলেছেন, যারা আল্লাহর জমিন আল্লাহর আইন দিয়ে পরিচালনা করে না তারা জালিম, তারা ফাসেক, তারা মোনাফেক। সমাজে রাষ্ট্রে দূর্নীতি, ঘুষ, হত্যা, সন্ত্রাস বন্ধ করতে হলে আল্লাহর দেয়া জীবন বিধান আল-কোরআন নির্দেশিত ও মহানবী হয়রত মুহম্মাদ (সাঃ) প্রদর্শিত পথে চলতে হবে। আর এই পথে চলতে গিয়ে যুগে যুগে নবী রাসুল ও সাহাবায়ে কেরাম, প্রকৃত আল্লাহ বান্দা কোরআন প্রেমী মুসলমানরা জালিম, খোদাদ্রহী শাসকদের নির্মম অত্যাচারের শিকার হয়েছেন এবং বর্তমানেও হচ্ছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর তার বাহিরে নয়। দীর্ঘ সাড়ে ১৫ বছর যাবত জামায়াতে ইসলামীর ভাইরেরা সহ কোরআন প্রেমী মানুষ চরমভাবে জালিম শাসকের জুলুমের শিকার হয়েছেন। তারপরও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা ঘরে বসে থাকেন নি। তারা এদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিনত করতে জীবন বাজী রেখে কাজ করে যাচ্ছে। এখন সময় এসেছে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সকলকে কোরআন ও রাসুল প্রেমীকদের জামায়াতের পতাকাতলে সমাবেত হয়ে ইসলামী তথা কল্যাণ রাষ্ট্র কায়েমের জন্য কাজ করতে হবে।
শনিবার বিকেলে বগুড়ার কাহালুর বোরাইল গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারহট্র ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজনে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারহট্র ৬ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি মো. আব্দুল হান্নান।
৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারী শাহ আলম এর সঞ্চালনায় উক্ত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা পশ্চিম শাখার কর্ম পরিষদের সদস্য ও কাহালু সদর ইউ পির সাবেক চেয়ারম্যান মাওঃ আব্দুল মোমেন, জামায়াতে ইসলামী কাহালু উপজেলা শাখার আমীর মাওঃ আব্দুস শাহীদ খান, সেক্রেটারী শহিদুর রহমান সবুজ, নায়েবে আমীর ও নারহট্র ইউ পির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব অধ্যাপক মাওঃ শহীদুল্লাহ, সহ-সেক্রেটারী প্রভাষক আব্দুল মোমিন, বেলায়েত হোসেন, কাহালু পৌর জামায়াতের আমীর ফেরদাউস আলম, সেক্রেটারী ও সাবেক পৌর কাউন্সিলর হাফেজ নজরুল ইসলাম সাইফুল, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওঃ ইউসূফ আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামী নারহট্র ইউনিয়ন শাখার আমীর মাওঃ রেজওয়ানুল ইসলাম, সেক্রেটারী শহিদুল ইসলাম, জামায়াতনেতা জহুরুল ইসলাম, আলহাজ্ব ফখরুল ইসলাম, নজরুল ইসলাম কুদ্দুস প্রমুখ।