সর্বশেষ সংবাদ ::

রাণীনগরে সাবেক এমপির ইটভাটাসহ দুটি ভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন

বগুড়া সংবাদ : নওগাঁর রাণীনগরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে নওগাঁ-৬,(আত্রাই-রাণীনগর)আসনের সাবেক এমপি ও রাণীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আল হাজ্ব মো: আনোয়ার হোসেন হেলাল এর অবৈধ ইটভাটাসহ দুইটি ইটভাটা এস্কেভেটর মেশিন দিয়ে গুড়িয়ে দেয়া হয়েছে। সেই সাথে দুই ইটভাটা মালিককে মোট ৩০হাজার টাকা জরিমনা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন নওগাঁ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ বিন জিয়া।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান বলেন, হাইকোর্টের নির্দেশনা মোতাবেক রাণীনগর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এসময় চকমনু ও চকাদিন এলাকায় লাইসেন্স ব্যাতিত ইটভাটা পরিচালনা, ইট প্রস্তুত ও বিক্রয় করার অপরাধে সাবেক এমপি আল হাজ্ব আনোয়ার হোসেন হেলাল এর মেসার্স রাহিদ এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানাসহ এস্কেভেটর মেশিন দিয়ে ইটভাটার চুলি ভেঙে ধ্বংস করা হয়েছে এবং ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি দিয়ে ভাটার আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
এছাড়া উপজেলার চকাদিন এলাকায় আবু বক্কর সিদ্দিকের মেসার্স রিফাত ব্রিকস নামে ইটভাটা গুড়িয়ে দেওয়া হয় এবং ১০হাজার টাকা জরিমানা করা হয়। এসময় পরিবেশ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক নাজমুল হোসাইন, সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Check Also

দেশের সকল গণতান্ত্রিক অন্দোলনে বিএনপি সক্রিয় ভূমিকা পালন করে আসছে -সাবেক এম পি মোশারফ হোসেন

বগুড়া সংবাদ : কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাহালু-নন্দীগ্রাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *