
বগুড়া সংবাদ : পবিত্র মাহে রমজান উপলক্ষে বগুড়ার সান্তাহার শহর প্রেস ক্লাবের আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সান্তাহার শহর প্রেসক্লাব চত্বরে এ আয়োজন করা হয়। প্রেস ক্লাবের সভাপতি জিললুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সান্তাহার পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদমদীঘি সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজরান রউফ, ওসি এস এম মোস্তাফিজুর রহমান, ফাঁড়ির ইন্সপেক্টর হাবিবুর রহমান, সান্তাহার পৌর বিএনপির সাবেক সভাপতি ফিরোজ মো. কামরুল হাসান, জাতীয়তাবাদী শ্রমিক দলের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহবায়ক লায়ন ফরিদ আহমেদ, জেলা বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক মাহফুজল হক টিকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, সান্তাহার প্রেস ক্লাবের সভাপতি তোফায়েল হোসেন লিটন, উপজেলা জামায়াতের সেক্রেটারি গোলাম রব্বারী, পৌর জামায়াতের সেক্রেটারি কামরুজ্জামান, সান্তাহার ইউপির ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন, পৌর যুবদলের আহবায়ক ও সাবেক পৌর কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ প্রমূখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা খায়রুল ইসলাম।