সর্বশেষ সংবাদ ::

নতুন আঙ্গিকে পুলিশীসেবা পৌছে দিতে প্রস্তুত হতে যাচ্ছে দেশের প্রথম থানা শাজাহানপুর

বগুড়া সংবাদ :ভোগান্তি ও হয়রানি জিরোটলারেন্সে নিয়ে এসে গণমানুষের চাহিবা মাত্র পুলিশীসেবা নিশ্চিত করতে নতুন আঙ্গিকে বগুড়ার শাজাহানপুর থানা সকল প্রস্তুতি সম্পন্ন করতে যাচ্ছে। সারাদেশের মধ্যে পরিক্ষামূলক ভাবে শাজাহানপুর থানাকে নির্বাচিত করা হয়েছে।

এবিষয়ে আজ সোমবার (১০ মার্চ) বিকালে শাজাহানপুর থানার আয়োজনে সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে আইন-শৃংখলা বিষয়ক এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার) পিএইচডি।

প্রধান অতিথি হিসেবে ডিআইজি মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার) পিএইচডি তার বক্তব্যে বলেন, শাজাহজানপুর থানাকে সেবাধর্মী থানা হিসেবে গড়ে তোলা হবে। সেবাধর্মী থানায় নিয়োজিত পুলিশ সদস্যদের আইন-শৃংখলা এবং তদন্ত এ দুটি ভাগে বিভাজন করে জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা দ্রুত পৌঁছে দেওয়া হবে।

তিনি আরো বলেন, ফ্যাসিবাদের পতন হলেও তাদের ষড়যন্ত্র এখনও চলমান রয়েছে। সার্বিক আইন-শৃংখলা রক্ষায় আমাদের সকলকে সজাগ থাকতে হবে। থানা পুলিশ এতদিন একটি দলের জন্য কাজ করেছে। এখন থেকে সবার জন্য কাজ করবে পুলিশ।

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়ার পুলিশ সুপার মো. জেদান আল মুসা পিপিএম, ইনসার্ভিস ট্রেনিং সেন্টার বগুড়া’র কমান্ডেন্ট পুলিশ সুপার বেলাল হোসেন।

স্বাগত বক্তব্য রাখেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তফা মঞ্জুর।

শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন, সাধারন সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, উপজেলা জামায়াতের আমীর মাও: আব্দুর রহমান, শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমানসহ বিভিন্ন শেণি-পেশার প্রতিনিধিগণ।

বক্তাগণ চলমান মব হামলা, কিশোর গ্যাং, মাদক, ধর্ষণ, চাঁদাবাজি, সন্ত্রাসী, ভূমিদস্যুতাসহ সামাজিক অপরাধ সমূহ বন্ধে পুলিশকে কার্যকর ভূমিকা রাখার অনুরোধ জানান।

 

Check Also

বগুড়ায় ১০নং ওয়ার্ড জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : শনিবার বিকেলে বগুড়া শহরের নহমাননগর ক্যাডেট মাদরাসা মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১০ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *