
বগুড়া সংবাদ : “দুর্যোগের পূর্বাভাস প্রস্তÍতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সোমবার সকালে বগুড়ার কাহালু উপজেলা শহীদ মিনার চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস/২৫ইং উপলক্ষে আলোচনা সভা ও অগ্নিকান্ড সচেতনতা বৃদ্ধি বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহি অফিসার মো. কাওছার হাবীব।।
উক্ত আলোচনা সভা ও অগ্নিকান্ড সচেতনতা বৃদ্ধি বিষয়ক মহড়ায় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মাশরুবা আলম, উপজেলা শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, নারহট্র ইউ পির প্যানেল চেয়ারম্যান গোলাম রব্বানী আকন্দ, কাহালু ফারায় সার্ভিস ও ডিফেন্স স্টেশনের ইনচার্জ মো. সবুজ হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার রিফাত আখতার খানম, উপজেলা সহকারি শিক্ষা অফিসার জহুরুল আলম, মোস্তফা কামাল, সহকারি মৎস্য অফিসার শফিকুল ইসলাম, দূর্গাপুর ইউ পি সদস্য জাহানারা বেগম, আক্তারুন বেগম, বীরকেদার ইউ পি সদস্য সাঈদী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কার্য সহকারি সোহেল রানা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও ফায়ার সার্ভিস ও ডিফেন্স স্টেশনের সদস্যবৃন্দ।