
বগুড়া সংবাদ :সোমবার বিকেলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর শাখা আয়োজিত দায়িত্বশীলদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল শহর সভাপতি আজগর আলীর সভাপতিত্বে নবাববাড়ী সড়কস্থ সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। শহর সাধারন সম্পাদক আনোয়ারুল ইসলামের পরিচালনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শহর জামায়াতের আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। প্রধান আলোচক ছিলেন ফেডাশেনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন। আরো বক্তব্য রাখেন আসলাম হোসেন বিপু। অনুষ্ঠানে প্রধান আলোচক বলেন বৈষম্যমুক্ত সমাজ গঠন করতে হলে ইসলামী শ্রমনীতি চালু করতে হবে। তাহলেই শ্রমজীবি মানুষের মুক্তি আসবে।