
বগুড়া সংবাদ : বগুড়া শহর তলীর চারমাথায় ২ ঘটিকায় বগুড়া শহরের কল্পনা ফিলিং স্টেশনের পাশে ঢাকা রংপুর মহাসড়কে দুর্ঘটনায় স্বামী-স্ত্রী দুজনেই মৃত্যুবরণ করেন।
সজল (৫০, পিতা- মৃত-তোফা, হোসনেয়ারা (৪৫, স্বামী: সজল,
উভয়ের ঠিকানা করোনেশন স্কুলের পাশে, বগুড়া সদর, বগুড়া।)
পথচারীরা জানায় মৃত্যু সজল বাইক চালাচ্ছিল তখন মহাসড়কে থাকা একটি কালো মাইক্রোর সঙ্গে ধাক্কা খেলে বাইক সহ মহাসড়কে ছিটকে পড়ে যায় ঠিক তখনই পিছন থেকে ঢাকা গামী হানিফ পরিবহন সজল ও তার স্ত্রীকে চাপা দিয়ে চলে যায়।
মৃত দুজনের লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।