
বগুড়া সংবাদ : নওগাঁর রাণীনগর উপজেলার গোনা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং আত্রাই উপজেলার কলেজ শাখার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ। রাণীনগর এবং আত্রাই থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে সোমবার রাতে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মোহাম্মাদ রায়হান জানান, রাণীনগর উপজেলা বিএনপির দলীয় অফিসে হামলা,ভাংচুর লুটপাট,ককটেল বিস্ফোরণ এবং আগুন ধরে দেয়ার অভিযোগে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন গত আগষ্ট মাসে মামলা দায়ের করেন। সোমবার রাতে অভিযান চালিয়ে দায়েরকৃত মামলায় জাহাঙ্গীর আলম (৬০) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার জাহাঙ্গীর আলম উপজেলার গোনা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং গোনা দিঘিরপার গ্রামের রইচ উদ্দীনের ছেলে। মঙ্গলবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
অপর দিকে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাব উদ্দীন জানান, উপজেলার মোল্লাহ আজাদ মেমোরিয়াল সরকারী কলেজ শাখার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি অমিত সাহা (২৮) কে গ্রেফতার করা হয়েছে। সোমবার উপজেলার সাহেবগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার অমিত সাহা উপজেলার বহলা গ্রামের অমিও চন্দ্রের ছেলে। সম্প্রতি আত্রাই থানায় দায়েরকৃত বিস্ফোরক মামলায় জরিত সন্দেহে তাকে গ্রেফতার করা হয়। তাকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।