সর্বশেষ সংবাদ ::

শাজাহানপুরে একই স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ ॥ ফ্লাইওভার দাবিতে মহাসড়ক অবরোধ

বগুড়া সংবাদ :বগুড়ার শাজাহানপুরে একই স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় ২জন নিহত হওয়ার ঘটনায় ফ্লাইওভার নির্মাণের দাবিতে ৩ ঘন্টা ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় উত্তেজিত জনতা।

নিহতরা হলেন, শাজাহানপুর উপজেলার গয়নাকুড়ি গ্রামের হাজেল মিয়ার ছেলে মিরাজুল ইসলাম (২৫) এবং জনৈক শাওন (১৪) নামে এক কিশোর।

সোমবার (৩মার্চ) বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার মাঝিড়া বাইপাস এলাকায় মহাসড়কে এই অবরোধের ঘটনা ঘটে। ফলে মহাসড়কের দুই পাশে কয়েক হাজার যানবাহন আটকা পড়ে।

পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলে আসেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম। এসময় শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাইফুর রহমান, থানার অফিসার ইনচার্জ ওয়াদুদ আলমসহ সেনাসদস্যগণ উপস্থিত ছিলেন।

উত্তেজিত জনতার উদ্যেশ্যে মাঝিড়াস্থ মহাসড়কে তাৎক্ষণিক ট্রাফিক পুলিশ মোতায়েন, ইউটার্ণ, জেব্রা ক্রসিং এবং ফ্লাইওভার নির্মাণ নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন প্রশাসন। পরে প্রশাসনের আশ্বাসে সন্ধ্যা ৭টার দিকে উত্তেজিত জনতা অবরোধ তুলে নেন।

জানা গেছে, সোমবার সকাল ১০টার দিকে মাঝিড়া বন্দরে মহাসড়কে রিকশাসহ দাঁড়িয়ে ছিলেন মিরাজুল ইসলাম (২৫) নামে এক রিকশাচালক। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি ট্রাক বেপরোয়া গতিতে রিকশায় ধাক্কা দিলে চালক মিরাজুল সড়কে ছিঁটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যান।

অপরদিকে বিকেল পৌনে ৪টার দিকে একই স্থানে রংপুর থেকে ঢাকা গামী হানিফ পরিবহনের বাস থেকে মহাসড়কে ছিঁটকে পড়ে শাওন (১৪) নামে এক কিশোর বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যায়।

এ ঘটনায় নির্মাণাধীণ ফোরলেন সড়কের মাঝিড়া বন্দরে ফ্লাইওভার নির্মাণ ও তাৎক্ষণিক ইউটার্ণ নির্মাণের দাবি জানিয়ে মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় শতশত মানুষ।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আজিজুল ইসলাম জানান, মাঝিড়া বন্দরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ ব্যক্তির লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সড়ক পরিবহন আইনে মামলা হবে। সকালের দুর্ঘটনায় ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাক আটক করা হয়েছে। তবে চালক ও সহযোগীরা কৌশলে পালিয়ে গেছে।

 

Check Also

বগুড়ায় ১০নং ওয়ার্ড জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : শনিবার বিকেলে বগুড়া শহরের নহমাননগর ক্যাডেট মাদরাসা মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১০ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *