
বগুড়া সংবাদ : সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে ২৮ ফেব্রুয়ারি শুক্রবার দিনব্যাপী বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি আয়োজিত ১ম বগুড়া ফেস্টে সাংস্কৃতিক পরিবেশনা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ঢাকা বনানী বি ব্লক পার্কে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া ফেস্টের আহ্বায়ক বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব আতিকুর রহমান রুমন। দিনব্যাপী এই বর্ণিল আয়োজন জাতীয় সংগীতের মাধ্যমে আয়োজন শুভ সূচনা হয়। অনুষ্ঠানে বগুড়ার ১০ জন গুণী ব্যক্তিকে সমাজের বিভিন্ন শাখায় অবদান রাখায় সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সম্বর্ধিত ব্যক্তিদ্বয় হলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের দেশপ্রেমে প্রফুল্য চাকী মরণোত্তর, সাহিত্যে রোমেনা আফাজ মরণোত্তর, সমাজসেবায় প্রজাবন্ধু রজিব উদ্দিন তরফদার মরণোত্তর, সংগীতে তৌফিকুল আলম টিপু, ক্রীড়া ও সংগঠক আরাফাত রহমান কেকো মরণোত্তর, নাট্যকলায় শ্যামল ভট্টাচার্য মরণোত্তর, সাংবাদিকতায় মোজাম্মেল হক লালু, চলচ্চিত্রে সুভাস দত্ত মরণোত্তর, চিত্রকলায় হেলেনা খানম ইরানী, এবং নৃত্য কলায় বিশেষ অবদান রাখায় আমরা ক’ জন শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি নৃত্য গুরু মরহুম আব্দুস সামাদ পলাশকে মরণোত্তর পদক প্রদান করা হয়। নৃত্য গুরু আব্দুস সামাদ পলাশের পক্ষে পক্ষে সম্মাননা গ্রহণ করেন আমরা ক জন শিল্পী গোষ্ঠীর সভাপতি লায়ন আব্দুল মোবিন ও সাধারণ সম্পাদক মাহাবুব হাসান সোহাগ। দিনব্যাপী এ আয়োজনে সাংস্কৃতিক পর্বে বগুড়া সুনামধন্য শিল্পীরা সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন। অনুষ্ঠানে মাহাবুব হাসান সোহাগে নৃত্য পরিকল্পনা ও পরিচালনায় আমরা ক’ জন শিল্পীগোষ্ঠীর শিল্পীরা দলীয় নৃত্য পরিবেশন করেন। আবৃত্তি করেন আব্দুল মোবিন, অলক পাল ও এইচ আলিম। সংগীত পরিবেশন করেন কনকচাঁপা, খুরশিদ আলম, লুইপা, স্বর্গ তৌহিদ, মেজবাহ বাপ্পি, ম্যাক আপেল ও বগুড়া বগুড়া ইয়ুথ কয়্যার। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ও রাব্বি ও মারুফা।