সর্বশেষ সংবাদ ::

গ্যাস সংকট ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বগুড়ায় জামায়াতের বিক্ষোভ

বগুড়া সংবাদ : গ্যাস সংকট, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও প্রহসনের নির্বাচন বাতিল করে কেয়ারটেকার সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবীতে বগুড়ায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াত। কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার উদ্যোগে আজ (মঙ্গলবার) সকাল ৮টায় দ্বিতীয় বাইপাস সড়কের ঘুনিয়াতলা এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে জামায়াত নেতৃবৃন্দ বলেন, ‘লাগামহীনভাবে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় সাধারন মানুষ দূর্বিসহ জীবন যাপন করছে। সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ হয়েছে। সেই সাথে গ্যাসের তীব্র সংকট মানুষের জীবনকে আরও অসহনীয় করে তুলেছে। জনগণের ভোট ছাড়াই জোর করে ক্ষমতা আঁকড়ে থাকা আওয়ামীলীগ দেশের ভালো চায় না। তারা দেশে একদলীয় শাসন কায়েম করে গায়ের জোরে ক্ষমতায় থাকতে চায়।’ নেতৃবৃন্দ বলেন, ‘দেশের মানুষ এই সরকারকে আরও একদিনও ক্ষমতায় দেখতে চায় না। অবিলম্বে প্রহসনের নির্বাচন বাতিল করে কেয়ারটেকার সরকারের অধীনে নতৃন নির্বাচন দিতে হবে।’

Check Also

কাহালুতে পূজামন্ডপ পরিদর্শণ করলেন বগুড়া জেলা প্রশাসক

বগুড়া সংবাদ: হিন্দু সম্প্রদায়ের সর্ব বৃহৎ উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে শনিবার সন্ধ্যায় বগুড়ার কাহালু পৌর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *