বগুড়া সংবাদ : বগুড়ার ধুনট উপজেলার যমুনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালিত হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভান্ডারবাড়ি ইউনিয়নের যমুনা নদীতে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ধুনট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: খায়রুজ্জামান।
অভিযান পরিচালনাকালে বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন-১) মো: মহিদুল ইসলাম, বগুড়া জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায় ও ধুনট উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ আহমেদ ও পুলিশ ফোর্স সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এবিষয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: খায়রুজ্জামান জানান, অভিযান পরিচালনাকালে মা ইলিশ শিকারীরা সেখান থেকে দ্রুত নৌযোগে পালিয়ে যায়। এসময় যমুনা নদী থেকে ৩০০ মিটার জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
