
বগুড়া সংবাদ: বগুড়া শহরের বড়কুমিরা, শিকারপুর এলাকায় সনাতন ধর্মের ধর্মীয় উৎসব হরিবাসর অনুষ্ঠানে পরিদর্শন কালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন
মাওলানা :আব্দুল বাছেত,
সহকারী পরিচালক ১৩,১৪,১৫নং ওয়ার্ড,
বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর।
বিশেষ অতিথি :প্রভাষক মাওলানা আবু হুর ফরাজী,
আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৫নংওয়ার্ড বগুড়া সদর বগুড়া। মো: দ্বিন ইসলাম দিলদার, পরিচালক প্রত্যাশা শিল্পী গোষ্ঠী বগুড়া।
মো:জিসান,
সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাংগঠনিক থানা চারমাথা জোন, বগুড়া সদর বগুড়া, সহ স্থানীয় জামায়াত শিবিরের নেতৃবৃন্দ।
বক্তব্যকালে বক্তারা বলেন, যে দেশে যেকোনো সময় যেকোনো পরিস্থিতিতে বাংলাদেশ জামাত ইসলাম ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সকল ধর্মের মানুষের পাশে আছে এবং থাকবে ইনশাআল্লাহ।