সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় ২৪২ ফেন্সিডিলসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

বগুড়া সংবাদ :  বগুড়ায় ২৪২ বোতল ফেন্সিডিলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।রোববার দিবাগত রাত ১ টার দিকে শিবগঞ্জের লস্করপুর এলাকার বগুড়া-রংপুর মহাসড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ওই দুইজন হলো- লালমনিরহাটের পাটগ্রাম থানার জামগ্রাম এলাকার মৃত মসলেম উদ্দিনের ছেলে আবু শহিদ (৪৫) ও একই থানার নবীনগর এলাকার মৃত হাফিজার রহমানের ছেলে রেজাউল ইসলাম (৩২)।সোমবার র‍্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব  তথ্য জানানো হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় লালমনিরহাট থেকে ময়মনসিংহগামী একটি ট্রাকে করে মাদকদ্রব্য পরিবহন করা হচ্ছে। তখন র‍্যাবের একটি টিম শিবগঞ্জ উপজেলার লস্করপুর এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি শুরু করে। তল্লাশিকালে ২৪২ বোতল ফেন্সিডিলসহ ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এসময় ট্রাকটি জব্দ করে র‍্যাব এবং তাদের কাছ থেকে ২ টি মোবাইল ফোন ও ২ টি সীমকার্ড উদ্ধার করা হয়। র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আসামিদের শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

Check Also

কাহালুতে মাঠ দিবস অনুষ্ঠিত

বগুড়া সংবাদ :  আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ সংরক্ষণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *