সর্বশেষ সংবাদ ::

ধুনটে মেলায় অশ্লীল নৃত্যের প্রতিবাদ করায় দুই কিশোরকে পিটিয়ে আহত

ধুনটে মেলায় অশ্লীল নৃত্যের প্রতিবাদ করায়
দুই কিশোরকে পিটিয়ে আহত

বগুড়া সংবাদ :বগুড়ার ধুনটে মেলার নামে যাত্রাপালা ও সার্কাসের প্যান্ডেল সাজিয়ে অশ্লীল নৃত্যের প্রস্তুতি নেওয়ার প্রতিবাদ করায় দুই কিশোরকে পিটিয়ে আহত করেছে আয়োজক কমিটি। শনিবার (১ ফেব্রæয়ারী) বিকালে ভান্ডারবাড়ি ইউনিয়নের রামকৃষ্ণপুর দোয়াতপাড়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলো- ভান্ডারবাড়ি ইউনিয়নের পুকুরিয়া গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে রবিন (১৭) ও ভূতবাড়ি গ্রামের কামাল হোসেনের ছেলে তাওহিদ (১৭)।

স্থানীয়রা জানান, ভান্ডারবাড়ি ইউনিয়নের রামকৃষ্ণপুর দোয়াতপাড়া গ্রামের ফসলী মাঠে এক মাস ব্যাপি মেলার আয়োজন করা হয়। শনিবার মেলায় বিভিন্ন পণ্যের স্টলঘর নির্মান সহ যাত্রাপালা ও সার্কাসের প্যান্ডেল তৈরী করা হয়। রবিবার থেকে যাত্রাপালা ও সার্কাসে অশ্লীল নৃত্য প্রদর্শনীর উদ্যোগও নেয় আয়োজক কমিটি। তবে এজন্য কোন সরকারি অনুমোদনও নেওয়া হয়নি বলে জানান এলাকাবাসী।

শনিবার বিকালে গ্রামের ১০/১২ জন লোক মেলায় গিয়ে যাত্রাপালা ও সার্কাসে অশ্লীল নৃত্য প্রদর্শনী বন্ধ করতে অনুরোধ করেন। এসময় মেলার আয়োজক কমিটির সদস্য নারায়নপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে আব্দুল মজিদ, রামকৃষ্ণপুর গ্রামের কামরুলের ছেলে শান্ত, আয়নালের ছেলে আলমগীর সহ তাদের লোকজন গ্রামবাসির উপর হামলা চলায়। আয়োজক কমিটির হামলায় পুকুরিয়া গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে রবিন ও ভূতবাড়ি গ্রামের কামাল হোসেনের ছেলে তাওহিদ আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এবিষয়ে নারায়নপুর গ্রামের বাসিন্দা বিপুল হাসান জানান, কোন অনুমোদন ছাড়াই কতিপয় প্রভাবশালী ব্যক্তির নেতৃত্বে মেলায় যাত্রাপালা ও সার্কাসে অশ্লীল নৃত্য প্রদর্শনীর উদ্যোগ নেওয়া হয়। কিন্তু গ্রামবাসী অশ্লীল নৃত্য প্রদর্শনী বন্ধ করতে বললে আয়োজক কমিটি অতর্কিতভাবে হামলা চালায়। এতে দুই কিশোর গুরুতর আহত হয়।

এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, মেলায় হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া মেলায় যাত্রাপালা ও সার্কাসে অশ্লীল নৃত্য প্রদর্শন করা হলে তা বন্ধ করে দেওয়া হবে।

Check Also

আদমদীঘিতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন গ্রেপ্তার

বগুড়া সংবাদ:বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে অগ্নিসংযোগ ও ভাংচুরের মামলায় মোশারফ হোসেন (৫০) নামের এক আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *