

বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
বগুড়া সংবাদ :সোমবার বগুড়ার কাহালুর শীতলাই ছিদ্দিকীয়া দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব শীতলাই ছিদ্দিকীয়া দাখিল মাদরাসার সুপার মাওঃ মো. আফজাল হোসেন।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সাম্পাদক ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মো. আব্দুল মান্নান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মুরইল ইউ পির সাবেক চেয়ারম্যান আ খ ম তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী ভূইয়া।
এ সময় উপস্থিত ছিলেন মুরইল ইউনিয়ন বিএনপির সভাপতি কোরবান আলী, সাধারণ সম্পাদক মাকছুদুর রহমান মুঞ্জু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খোকন খান, যুবদলনেতা ও শীতলাই ছিদ্দিকীয়া দাখিল মাদরাসার বিদ্যুৎসাহী সদস্য সাব্বির আহম্মেদ সহ অত্র মাদরাসার শিক্ষক/শিক্ষিকা. ছাত্র/ছাত্রীবৃন্দ ও অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।