

বগুড়া সংবাদ : গতকাল শুকরবার বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম, পুলিশ সুপার, বগুড়া ও সভাপতি, গভর্নিং বডি মহোদয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ বেলাল হোসেন, কমান্ড্যান্ট, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, বগুড়া মহোদয়।
জনাব ফারিহা বিনতে হক, সভানেত্রী, পুনাক, বগুড়া উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মহোদয় বিভিন্ন ধরণের ক্রীড়া প্রতিযোগিতা ও ডিসপ্লে উপভোগ করেন এবং পরবর্তীতে তিনি ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
জনাব কাজী মুহ. মুনজুরুল হক, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, বগুড়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে জেলা পুলিশে ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।