

বগুড়া সংবাদ :বগুড়ার আদমদীঘিতে গাঁজা ও চোলাই মদ সেবনের অপরাধে ছয় মাদক সেবিকে দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার রাতে উপজেলা পরিষদ চত্বরে নির্বার্হী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ এই দণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির নিমাইদীঘি গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে আপেল মামমুদ (৩৩), সান্তাহার পৌর শহরের উপর পোঁওতা এলাকার আলাউদ্দিন প্রামাণিকের ছেলে আকাশ প্রামাণিক (২৫), জয়পুরহাট জেলার সদর উপজেলার কেন্দলি গ্রামের মৃত আশিনাথ বর্মনের ছেলে অরবিন্দু বর্মন (৩৭), একই জেলার আক্কেলপুর উপজেলার মানিকপুর গ্রামের আব্দুস সালামের ছেলে শাকিল হোসেন (২৫), একই উপজেলার পাঠনধারা গ্রামের মৃত হরেরামের ছেলে উদয় চন্দ্র (৪১), নওগাঁ জেলার সদর উপজেলার ভবানীপুর গ্রামের আজিদ মন্ডলের ছেলে আশরাফুল ইসলাম (২৫)।