

জেলা প্রশাসক হোসনা আফরোজা
বগুড়া সংবাদ :সারিয়াকান্দি উপজেলার বিভিন্ন দপ্তর ও কালিতলা যমুনা নদীর ঘাট এলাকা পরিদর্শন করেছেন বগুড়া জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট হোসনা আফরোজা ।
মঙ্গলবার সকালে তিনি উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন । এরপর সারিয়াকান্দি থানা, সারিয়াকান্দি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সারিয়াকান্দি ভূমি অফিস, কুতুবপুর কমিউনিটি ক্লিনিক এবং কালিতলা যমুনা নদীর ঘাট এলাকা পরিদর্শন করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান, পৌর বিএনপির সভাপতি সাহাদৎ হোসেন সনি,সহ-সভাপতি লাল মাহমুদ লালসহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাবৃন্দ।