সর্বশেষ সংবাদ ::

শাজাহানপুরে বিনা অনুমতিতে মাটি কাটা ও কৃষি জমি ভরাটের অপরাধে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

শাজাহানপুরে বিনা অনুমতিতে মাটি কাটা ও কৃষি জমি ভরাটের অপরাধে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

বগুড়া সংবাদ :  বগুড়ার শাজাহানপুরে বিনা অনুমতিতে মাটি কাটা ও কৃষি জমি ভরাটের অপরাধে আবু সাঈদ (৪০) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

রবিবার সন্ধ্যা নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাইম এই তথ্য নিশ্চিত করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম জানান, অভিযোগ ও গোপন তথ্যের ভিত্তিতে বগুড়ার শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের কাজলগৌরি গ্রামে আবু সাঈদ নামে এক ব্যক্তি বিনা অনুমতিতে মাটি কেটে কৃষি জমি ভরাট করছেন এমন সংবাদ পেয়ে রবিবার বিকেল ৫টার দিকে সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনাকালে জনাব আবু সাইদ বিনা অনুমতিতে মাটি কাটা এবং কৃষি জমি ভরাটের সময় হাতে নাতে ধৃত হন। বিনা অনুমতিতে মাটি কাটা ও একই সাথে কৃষি জমি ভরাটের অপরাধ সাক্ষীগণের সামনে স্বীকার করায় ধৃত আবু সাইদকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ (১) ধারায় ৫০ হাজার টাকা অর্থদন্ড প্র্রদান করা হয় এবং তাকে পরবর্তীতে বেআইনি ভাবে এরূপ কাজ হতে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

তিনি আরো জানান, জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

Check Also

আদমদীঘিতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন গ্রেপ্তার

বগুড়া সংবাদ:বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে অগ্নিসংযোগ ও ভাংচুরের মামলায় মোশারফ হোসেন (৫০) নামের এক আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *