সর্বশেষ সংবাদ ::

পত্নীতলায় পৃথক পৃথক অভিযানে ভুয়া ডাক্তার আটক জেল ও এক লক্ষ টাকা জরিমানা আদায়

পত্নীতলায় পৃথক পৃথক অভিযানে ভুয়া ডাক্তার আটক জেল ও এক লক্ষ টাকা জরিমানা আদায়

বগুড়া সংবাদ :  জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে এবং প্রত্যক্ষ অংশগ্রহণে নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রশাসন পৃথক পৃথক স্থানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ভূয়া ডাক্তার আটক, জেল ও এক লক্ষ টাকা জরিমানা আদায় করেছে।

জানাগেছে মঙ্গলবার সকালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) নওগাঁর তথ্যের ভিত্তিতে এবং প্রত্যক্ষ অংশগ্রহণে পত্নীতলা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আজিজুল কবীর এর নেতৃত্বে এনএসআই নওগাঁর উপপরিচালক মোস্তাক আহমেদ ও সহকারী পরিচালক আনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার শামীম হোসেন সহ সঙ্গিয় ফোর্স উপজেলার চকনিরখীন ঠুকনি পাড়া এলাকায় অভিযান চালিয়ে ভুয়া ডাক্তার রতন কুমার মন্ডলকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে, অপরদিকে উপজেলা সদর নজিপুরে ডক্টরস্ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ডাক্তারি সনদপত্রের সঠিক প্রমাণাদি দেখাতে না পারায় ঐ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ভুয়া ডাক্তার সঞ্জীব কুমারকে ২ মাসের জেল এবং ক্লিনিকের পরিচালক প্রদীপ কুমারের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত।

এবিষয়ে ভ্রাম্যমান অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আজিজুল কবীর  বলেন রোগীদের জীবন দিয়ে কাউকে খেলা করতে দেওয়া হবেনা। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Check Also

দুপচাঁচিয়া নারী প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : দুপচাঁচিয়া ধাপসুলতানগঞ্জ পৌর হাট বণিক সমিতির আয়োজনে নারী প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *