সর্বশেষ সংবাদ ::

শাজাহানপুরে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্ট ফাইনাল

শাজাহানপুরে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্ট ফাইনাল

বগুড়া সংবাদ :বগুড়ার শাজাহানপুরে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে আন্তঃইউনিয়ন অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শাজাহানপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে উপজেলার ডেমাজানী শ.ম.র উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

খেলায় ট্রাইবেকারে মাদলা ইউনিয়ন একাদশ ২-১ গোলে আমরুল ইউনিয়ন একাদশকে পরাজিত করে বিজয় ট্রফি ছিনিয়ে নেয়।

খেলা শেষে পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের হাতে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাইফুর রহমান। পুরস্কার গ্রহন করেন মাদলা ই্উনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান।

পুরস্কার বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ ওয়াদুদ আলম, মাদলা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল হোসেন, পরিসংখ্যান অফিসার শফিকুল ইসলাম, আইসিটি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামান মনির, যুবউন্নয়ন অফিসার শাহজাহান রেজা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু শাহিন সানি, ডেমাজানী শ.ম.র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারঃ) রেজাউল হাসান, মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম দুদু। এসময় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং ক্রীড়ামোদি দর্শক উপস্থিতি ছিলেন।

প্রসঙ্গতঃ গত ১১ জানুয়ারী ৪ দিনব্যাপী এই আন্তঃইউনিয়ন অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়। টূর্ণামেন্টে উপজেলার ৯ ইউনিয়নের ফুটবল দল অংশ গ্রহণ করে। টুর্নামেন্টের খেলা পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক পার্থ প্রতিম মহন্ত, আব্দুল মমিন, খায়রুল ইসলাম, সাজ্জাদ হোসেন, আসাদুজ্জামান, আব্দুল কাদের।

 

Check Also

দুপচাঁচিয়া নারী প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : দুপচাঁচিয়া ধাপসুলতানগঞ্জ পৌর হাট বণিক সমিতির আয়োজনে নারী প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *