সর্বশেষ সংবাদ ::

সোনাতলায় উপজেলা শিক্ষা অফিসে জনবল সংকটে কাজকর্ম ব্যাহত

সোনাতলায় উপজেলা শিক্ষা অফিসে জনবল সংকটে কাজকর্ম ব্যাহত

বগুড়া সংবাদ :  জনবল সংকটের কারণে বগুড়ার সোনাতলা উপজেলা শিক্ষা অফিসে কাজকর্ম ব্যাহত হচ্ছে। এ অফিসে কর্মরত থাকার কথা ৯ জন কর্মকর্তা-কর্মচারী। সেখানে রয়েছে মাত্র তিনজন। একজন হলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ এনায়েতুর রশীদ এবং অন্য দুইজন হলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মোঃ শফিউল ইসলাম ও রেজাউল করিম। সহকারী শিক্ষা অফিসার থাকার কথা তিনজন। পদোন্নতির কারণে তিনজনের স্থলে দুইজন কর্মরত আছেন। এ পদে শূন্য রয়েছে একজন। এ উপজেলায় পিটিআই পরীক্ষণ বিদ্যালয়-সহ মোট ১২৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। ১২৪টি বিদ্যালয়কে তিন ক্লাস্টারে ভাগ করা হয়েছে। তিন ক্লাস্টারে ১২৪টি বিদ্যালয় দুই সহকারী উপজেলা শিক্ষা অফিসারকে কষ্টের মধ্য দিয়ে দেখভাল করতে হচ্ছে বলে উপজেলা শিক্ষা অফিসার মোঃ এনায়েতুর রশীদ জানান। তিনি আরো জানান অফিসে মঞ্জুরীকৃত উচ্চমান সহকারী পদ একটি। এ পদে কর্মরত ছিলেন মোঃ আমিরুল ইসলাম। তিনি গত ৩০ ডিসেম্বরে পিআরএল-এ গমন করেন। ফলে পদটি শূন্য হয়ে পড়ে। অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্্রাক্ষরিক পদ মঞ্জুরী রয়েছে দু’টি। চাকরী থেকে অবসরে যাওয়ার কারণে পদ দু’টি দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। হিসাব সহকারী ও অফিস সহায়ক পদ মঞ্জুরী রয়েছে একটি করে মোট দুটি। এ দু’টি পদও শূন্য। এতে দেখা য়ায় মঞ্জুরীকৃত নয়টি পদের সাতটিই শূন্য। একদিকে অফিসের যাবতীয় কাজ, অন্যদিকে নতুন বছরের শুরুতে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের কাজ। এমতাবস্থায় কর্মরত তিন অফিসারকে ব্যস্তর মধ্য দিয়ে অফিসের যাবতীয় কাজ সামাল দিতে হচ্ছে। সম্ভবত শিগগির একজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে লোক যোগদান করতে পারে। পদ শূন্যের বিষয়ে জেলা শিক্ষা অফিসার ও রাজশাহী বিভাগীয় শিক্ষা অফিসার অবগত রয়েছেন বলে উপজেলা শিক্ষা অফিসার মোঃ এনায়েতুর রশীদ জানান।

Check Also

দুপচাঁচিয়া নারী প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : দুপচাঁচিয়া ধাপসুলতানগঞ্জ পৌর হাট বণিক সমিতির আয়োজনে নারী প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *