সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা নিচে নেমে যাওয়ায় জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

বগুড়া সংবাদ : বগুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা নিচে নেমে যাওয়ায় জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা।  বগুড়ায় শীতের তীব্রতা বেড়েই চলেছে। সোমবার সকালে জেলায় মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ১ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছ আবহাওয়া অধিদপ্তর।  যা এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামায় জেলার সকল মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।এর আগে ১৬ জানুয়ারি জেলায় ১০ দশমিক ৪ ডিগ্রী তাপমাত্রা রেকর্ড করা হয়। শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ আলম।তিনি জানান, সকালে জেলায় এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ১ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।  এই মাস জুড়েই এমন অবস্থা থাকবে।শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ব্যাপারে  জেলা শিক্ষা অফিসার হযরত আলী বলেন, জেলার সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ব্যাপারে সকল উপজেলা শিক্ষা অফিসকে জানানো হয়েছে।  জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান চৌদুরী বলেন, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামায়  জেলার সকল প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম জানান, পরিপত্র অনুযায়ী দুই শিক্ষা অফিসার তাদের ডিডি’র সাথে কথা বলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছেন।

Check Also

বগুড়ায় প্রথম ধাপে ৩টি উপজেলায় নির্বাচন রাত পোহালেই

বগুড়া সংবাদ : রাত পোহালেই বগুড়ার তিন উপজেলা সারিয়াকান্দি, সোনাতলা ও গাবতলীতে ৬ষ্ঠ উপজেলা পরিষদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *