
বগুড়া সংবাদ :বগুড়ার শাজাহানপুরে গভীর রাতে মহাসড়কে যানবাহনের ধাক্কায় অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু হয়েছে। এঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
মঙ্গলবার রাতে শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আল আমিন এই তথ্য নিশ্চিত করেন।
এসআই আল আমিন জানান, সোমবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে শাজাহানপুর উপজেলার বি-ব্লক ফ্লাইওভারের উত্তরে ঢাকা -বগুড়া মহাসড়কের পশ্চিম পাশে একজন অজ্ঞাতনামা ব্যক্তির (৪৫) মরদেহ পাওয়া যায়। মরদেহের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে বগুড়াগামী অজ্ঞাতনামা কোন যানবাহনের ধাক্কায় লোকটি মারা গেছে। এঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা