

বগুড়া সংবাদ : বগুড়ার শাজাহানপুরে রায়হান আলী (৩৩) নামে এক কৃষকলীগ নেতাকে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
গ্রেপ্তারকৃত রায়হান উপজেলার আশেকপুর পশ্চিমপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি আশেকপুর ইউনিয়ন কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক।
শুক্রবার (২২ই নভেম্বর) বিকেলে থানায় মামলা দায়ের শেষে গ্রেপ্তারকৃত রায়হানকে আদালতে পাঠিয়ে দেয়া হয়েছে।
শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম জানান, বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার আশেকপুর গ্রামে কৃষকলীগ নেতা রায়হানের বাড়িতে যৌথবাহিনী অভিযান চালায়। এসময় একটি বিদেশি পিস্তল সহ তাকে গ্রেপ্তার করা হয়। রায়হানের বিরুদ্ধে পূর্বের কোন মামলা আছে কি না তা খতিয়ে দেখতে হচ্ছে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা