শাজাহানপুরে মাদকসেবীর ছুরিকাঘাতে ইজিবাইক চালকের মৃত্যু

বগুড়া সংবাদ: বগুড়ার শাজাহানপুরে রেজাউল করিম (৪২) নামে এক মাদকসেবীর ছুরিকাঘাতে আফসার আলী (৫৫) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। এঘটনায় স্থানীয়রা ওই মাদকসেবীকে আটক করে গণপিটুনী দিয়ে পুলিশের হাতে শপর্দ করেন।

নিহত আফসার আলী উপজেলার খরনা কলমাচাপড় গ্রামের মৃত সফির উদ্দিনের ছেলে। আটক রেজাউল করিম একই গ্রামের আবুল খায়েরের ছেলে। বর্তমানে সে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশী হেফাজতে চিকিৎসাধিন রয়েছেন।

শুক্রবার (২৭ই সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে উপজেলার খরণা ইউনিয়নে কলমাচাপর গ্রামে এই ঘটনা ঘটে।

শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম জানান, আটক রেজাউল করিম মাদকসেবী ছিল। বর্তমানে তার মাথায় সমস্যা রয়েছে। তাদের মধ্যে কোন পূর্ব শত্রæতা ছিল না। তবে রেজাউল করিম রাতে স্বপ্নে যাকে দেখে তাকেই সকাল বেলা মারতে যায়। বেশ কিছুদিন আগে এই আফসার আলীকেই একবার মারতে গিয়েছিল বলে স্থানীয় ভাবে জানা গেছে। মাথার সমস্যার কারণেই এই হত্যাকান্ড ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ পোষ্টমর্টেমের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়া হয়েছে।

 

Check Also

১৫ বছর পর সেনাকুঞ্জে খালেদা জিয়া

বগুড়া সংবাদ : সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে সেনাকুঞ্জে পৌঁছেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *