সর্বশেষ সংবাদ ::

আন্ডারপাস নির্মানের দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী


আন্ডারপাস নির্মানের দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী

বগুড়া সংবাদ:   বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এর ইমারজেন্সি গেটে আন্ডারপাস নির্মাণ দাবিতে ফুসে উঠেছে সর্বস্তরের জনগণ। এই দাবিতে বুধবার সকালে দ্বিতীয় দিনের মতো আন্দোলনে নেমেছেন এলাকাবাসী, ব্যাবসায়ী, রোগীর স্বজন, এ্যাম্বুলেন্স মালিক, শ্রমিক সহ সর্বস্তরের মানুষ। সকাল ১১টায় শজিমেক’র সামনের রাস্তায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করে। এতে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক তরিকুল ইসলাম আলমগীর, সাইমুম ইসলাম, জহুরুল ইসলাম পলাশ, ইমদাদুল হক, সাইফুর রহমান সেতু, বাকিরুল ইসলাম সহ বিভিন্ন নেতৃবৃন্দ। বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ গেট বরাবর আন্ডারপাস তৈরি করার মাধ্যমে ডাক্তার, ছাত্র-ছাত্রী ও কর্মচারীদের রাস্তা পারাপারের ব্যবস্থা থাকলেও উত্তর অঞ্চলের হতদরিদ্র লোকজনের একমাত্র চিকিৎসার স্থান শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালের ইমারজেন্সি গেটে মহাসড়ক পারাপারের কোন ব্যবস্থা রাখা হয়নি। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আগত রোগীবাহী অ্যাম্বুলেন্স সহজে হাসপাতালে প্রবেশ করতে পারবে না। হাসপাতালে জরুরি বিভাগের অপর পাশে ওষুধের দোকান, ডায়াগনস্টিক সেন্টার, হোটেলসহ রোগীদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের প্রায় তিনশটির দোকান রয়েছে। যদি লোক পারাপারের সুব্যবস্থা না থাকে তাহলে প্রায় ৩০০ টি দোকানের মালিক ও কর্মচারী সহ তাদের পরিবারের প্রায় দুই থেকে তিন হাজার লোকের জীবন জীবিকা বন্ধ হয়ে যাবে। বিশেষ করে অসহায় ও স্বল্প পুজির ব্যবসায়ীদের আর্থিক সংকটের সম্মুখীন হতে হবে। তাই জরুরি ভিত্তিতে সাধারণ রোগী, রোগীর স্বজন, গ্রামবাসী, চিকিৎসা প্রত্যাশী সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সুবিদার্থে জরুরী গেটে রাস্তা পারাপারের জন্য আন্ডারপাস নির্মানের জোড় দাবি জানান তারা। অন্যথায় আরো বৃহৎ আন্দোলনের হুশিয়ারী দেওয়া হয়।

 

Check Also

সারিয়াকান্দিতে সরকারি খাদ্য গুদামে আমন ধান ও চাল সংগ্রহের  উদ্বোধন

বগুড়া সংবাদ : বগুড়ার সারিয়াকান্দিতে অনলাইন অ্যাপের মাধ্যমে কৃষকের কাছ থেকে  ধান সংগ্রহের লটারী ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *