সর্বশেষ সংবাদ ::

কাহালুর ৬৫টি ভোটকেন্দ্রে পৌঁছানো হলো নির্বাচনী সরঞ্জাম

 

বগুড়া সংবাদ : রাত পোহালেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ব্যালট পেপার বাদে শনিবার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ৩৯, বগুড়া-৪ আসন (কাহালু-নন্দীগ্রাম) এলাকার সকল ভোটকেন্দ্র নির্বাচনী সরজ্ঞাম পৌঁছানো হয়েছে। নির্বাচনী সরঞ্জামের সাথে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছেন ভোট গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রোববার ভোর ৫টায় গণমাধ্যম কর্মীর উপস্থিতিতে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে ব্যালট পেপার। সংশ্লিষ্ট সুত্র জানান, কাহালু-নন্দীগ্রাম উপজেলার ১৪টি ইউনিয়ন, ২টি পৌরসভা এবং তালোড়া পৌরসভার আংশিক নিয়ে গঠিত বগুড়া-৪ আসন। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৪ হাজার ৩”শ ৪৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ২”শ ৩৯ জন ও মহিলা ভোটার ১ লাখ ৭৩ হাজার ১”শ ১০ জন। এই আসনে মোট কেন্দ্র সংখ্যা ১”শ ১৪ টি ও ভোটকক্ষ সংখ্যা ৭”শ ৭২ টি। নির্বাচনে বাঁধা সৃষ্টি, ভোটারদের বাঁধা প্রদানসহ সহিংসতা যাতে কেউ ঘটাতে না পারে তার জন্য নির্বাচনী এলাকায় থাকবেন আনসার, ভিডিবি, পুলিশ, র‌্যাব, বিজিবি সহ সেনাবাহিনী। তাৎক্ষণিক সিদ্ধান্তের জন্য প্রস্তুত থাকবেন ম্যাজিস্ট্রেট। কাহালু উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটাণিং অফিসার মোছা. মেরিনা আফরোজ জানান, নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে করার জন্য আমরা সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

Check Also

ধুনটে কৃষক প্রশিক্ষণ ও ধান বীজ বিতরণ

বগুড়া সংবাদ :  বগুড়ার ধুনটে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এর প্রিমিয়াম কোয়ালিটি ধান প্রযুক্তি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *