সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় যাত্রীবাহী বাস ছিনতাই চেষ্টা, আতঙ্কে লাফিয়ে পড়ে প্রাণ গেল আমে‌রিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলা‌দে‌শ এর শিক্ষার্থীর

বগুড়া সংবাদ : বগুড়ার শেরপু‌রে এক যাত্রীবাহী বাসে ছিনতাই চেষ্টার সময় আত‌ঙ্কে চলন্ত বাস থে‌কে লা‌ফি‌য়ে প‌ড়ে সান‌জিদা স্বর্ণা না‌মে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু হ‌য়ে‌ছে।

বুধবার দুপুর ১২টার দিকে উপ‌জেলার ধনকু‌ন্ডি এলাকায় এই ঘটনা ঘ‌টে। বাস ছিনতাই চেষ্টার সঙ্গে জ‌ড়িত র‌নি মোল্লা নামের এক যুবককে আটক ক‌রে‌ছে পু‌লিশ।

নিহত সান‌জিদা স্বর্ণা আমে‌রিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলা‌দে‌শ -এর শিক্ষার্থী ছিলেন।

জানা গে‌ছে, ঢাকা থে‌কে ছে‌ড়ে আসা বগুড়াগামী শাহ ফ‌তেহ আলী প‌রিবহ‌নের এক‌টি বাস উপ‌জেলার ধনকু‌ন্ডি এলাকার ফুড ভি‌লেজ রেস্টু‌রে‌ন্টে যাত্রাবিরতি দেয়। এ সময় অনেক যাত্রী বাস‌ থে‌কে নে‌মে যায়। এ সময় বা‌সের ম‌ধ্যে ওই শিক্ষার্থীসহ আরও ৩ নারী যাত্রী ছি‌লেন।

কিছুক্ষণ পর একজন যুবক গাড়ি ট্রায়াল দেয়ার কথা ব‌লে গাড়ি নি‌য়ে সেখান থে‌কে‌ বে‌র হয়। এরপর মহাসড়‌কে ওঠার পর গাড়ি‌টি বেপ‌রোয়া গ‌তি‌তে চালা‌তে থাকে ওই যুবক। এ সময় বা‌সের ভেত‌রের ৪ জন যাত্রী চি‌ৎকার কর‌তে থা‌কে এবং তাকে গাড়ির গতি কমাতে বলে। কিন্তু সে যাত্রী‌দের কোনো কথা না শু‌নে গাড়ি চালা‌তে থা‌কে। এ সময় গাড়িটি মির্জাপুর এলাকায় পৌঁছা‌লে বাস ছিনতাই আত‌ঙ্কে ওই ছাত্রী বাস থে‌কে লা‌ফি‌য়ে প‌ড়ে। পরে আহত অবস্থা স্থানীয়রা তাকে উদ্ধার ক‌রে শেরপুর উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে গে‌লে সেখানে তার মৃত্যু হয়।

বিষয়টি নি‌শ্চিত ক‌রেছেন বগুড়া শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শ‌হিদুল ইসলাম। তিনি ব‌লেন, আটক র‌নি মোল্লা বাস‌টি শাজাহানপুর লিচুতলা বাইপাস এলাকায় রে‌খে পালি‌য়ে যায়। ওই গাড়ির স্টে‌য়ারিং‌য়ের নি‌চে একটা মা‌নিব্যাগ পাই। মা‌নিব্যাগে এনআইডি কার্ড ছি‌ল। সেখান থে‌কে তথ্য নি‌য়ে অভিযান চা‌লি‌য়ে জ‌ড়িত‌কে আটক করা হয়। ওই এলাকা‌তেই রনির বাসা।

তিনি আরও জানান, বাস‌টি‌র ভেতর তিনজন নারী যাত্রী পাই, তারা আমা‌দের ঘটনার বিস্তারিত জানান। প্রাথ‌মিকভা‌বে জানা গেছে, যাত্রী‌বে‌শে আব্দুল্লাহপুর থে‌কে আটক রনি বগুড়ায় আস‌ছি‌ল। সে একজন ট্রাকচালক।

Check Also

বগুড়া সদরে ধানের শীষের সর্বোচ্চ ভোটে বিজয় হবে তারেক রহমানের…..মাহবুবুর রহমান

বগুড়া সংবাদ : বগুড়া সদরে আসনে ধানের শীষে সর্বোচ্চ ভোট পেয়ে তারেক রহমান বিজয়ী হবেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *