নব-নির্বাচিত চেয়ারম্যানকে শুভেচ্ছা জানানোর কারণে অব্যহতি পেলেন সান্তাহার পৌর শ্রমিকদলের সভাপতি

বগুড়া সংবাদ :  বগুড়ার আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজুকে ফুলেল শুভেচ্ছা জানানোর অভিযোগে সান্তাহার পৌর শ্রমিকদলের সভাপতি আব্দুল মান্নানকে দলীয় পদ থেকে অব্যহতি দেওয়া হয়েছে। গতকাল বুধবার সকালে বগুড়া জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল ওয়াদুদ ও সাংগঠনিক সম্পাদক এস.আলম স্বাক্ষরিত একটি অব্যহতি পত্রে এ তথ্য জানানো হয়েছে। অব্যহতি পত্রে উল্লেখ করা হয়েছে, সদ্য সমাপ্ত আদমদীঘি উপজেলা পরিষদের ড্যামি নির্বাচনে আওয়ামী চেয়ারম্যান সিরাজুল ইসলাম খানকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছেন সান্তাহার পৌর শ্রমিকদলের সভাপতি আব্দুল মান্নান। গত ২৫ মে ফুলেল শুভেচ্ছা প্রদানের ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে পড়ে। জাতীয়তাবদী শ্রমিক দলের একজন দায়িত্বশীল পদে থেকে এমন কাজ করায় তাকে দলীয় সকল পদ পদবী থেকে অব্যহতি প্রদান করা হয়। সেই সাথে পরবর্তী সিন্ধান্ত না হওয়া পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করবেন ওই কমিটির সিনিয়ার সহ সভাপতি মাসুদ রানা।

এ বিষয়ে অব্যহতি পাওয়া সান্তাহার পৌর শ্রমিকদলের সভাপতি আব্দুল মান্নান জানান, আমি ফুলেল শুভেচ্ছা দিতে যাইনি। তবে সিএনজি চালিত অটোরিকশা চালকদের সমস্যা নিয়ে নতুন চেয়ারম্যানের সাথে কথা বলতে গিয়েছিলাম। টেবিলের ওপর ফুলের তোড়া ছিলো। তোরার সামনে দাঁড়িয়ে ছিলাম আমি। তখনই নব নির্বাচিত চেয়ারম্যানকে আওয়ামীলীগ নেতারা ফুলেল শুভেচ্ছা দিচ্ছেলেন। হয়তো ওই ছবিতে আমাকে দেখা যাচ্ছে। অব্যহতির কাগজ আমি এখনো হতে পাইনি। ওই দিন বিএনপির আরও নেতারা সেখানে ছিলেন। কিন্তু ছবিতে তাদের দেখা যায়নি। আমি বুঝতে পারছি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে।

Check Also

নাসির উদ্দীনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন, নিয়োগ পেলেন যারা

বগুড়া সংবাদ : অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে পাঁচ সদস্যের নতুন নির্বাচন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *