বগুড়া সংবাদ : ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে বগুড়ার শাজাহানপুরে খোদ আওয়ামী লীগেই ত্রি-মুখী লড়াই শুরু হয়েছে। চেয়ারম্যান পদে মোট ৪জন প্রার্থী হলেও আওয়ামী লীগেই প্রতিদ্বন্দিতা করছেন ৩জন প্রার্থী।
এরা হলেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহিন এবং বর্তমান ভাইস চেয়ারম্যান উপজেলা যুবলীগ সভাপতি ভিপি এম সুলতান আহম্মেদ। অপর প্রার্থী হলেন, উপজেলার চোপীনগর ইউনিয়নের আছির উদ্দিন মোল্লার ছেলে সমাজ সেবক সাদ্দাম হোসেন মোল্লা।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন ৫জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন।
ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি দৈনিক করতোয়ার উপজেলা প্রতিনিধি সাজেদুর রহমান সবুজ, উপজেলা শ্রমিকলীগ সভাপতি রুবেল সরকার, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নুরুন্নবী তারেক, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক তাজনুর রহমান সাহিন এবং মাদলা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ।
মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান জেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি হেফাজত আরা মিরা, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক লাভলী ইয়াছমিন স্বপ্না, সমাজ সেবক পাপিয়া সুলতানা এবং রওশন আরা বেলুন।
গত বৃহস্পতিবার (২ মে) প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এবার শাজাহানপুর উপজেলায় মোট ভোটার ২ লাখ ৩২ হাজার ৩শ’ ১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৫ হাজার ১শ’ ৩৩, নারী ভোটার ১ লাখ ১৭ হাজার ১শ’ ৮৩ এবং হিজরা ভোটার ২ জন। ঘোষিত তফশীল মোতাবেক শাজাহানপুর উপজেলায় আগামী ৫ মে মনোনয়নপত্র যাচাই বাছাই, ১২ মে প্রার্থীতা প্রত্যাহার, ১৩ মে প্রতীক বরাদ্দ এবং ২৯ মে ভোট গ্রহন। উপজেলার মোট ৭২টি ভোট কেন্দ্রের ৬শ’ ১৯টি বুথে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।