সর্বশেষ সংবাদ ::

এসএসসি ব্যাচ-২০০৩ এর উদ্যোগে শতাধিক দুস্থদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

এসএসসি ব্যাচ-২০০৩ এর উদ্যোগে
শতাধিক দুস্থদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলায় শতাধিক দুস্থদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করে বিহিগ্রাম উচ্চ বিদ্যালয়ের ২০০৩ এর এসএসসি ব্যাচ। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার চাঁপাপুর ইউপির বিহিগ্রাম এলাকায় বিহিগ্রাম উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০৩ ব্যাচের প্রাপ্তন শিক্ষার্থীরা প্রায় শতাধিক দুস্থদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করেন। তারা বিহিগ্রাম ও ভেনল্যা গ্রামের বিভিন্ন বাড়ি মাদ্রাসা ঘুরে ইফতার ও ঈদ সামগ্রী তুলে দেন। বিতরণকৃত প্রতিটি প্যাটেকে ভেতরে ছিল এক লিটার সোয়াবিন তেল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি চিনি, ১ কেজি ছোলা, ১ কেজি সেমাই, দুধ, আটা ও বিভিন্ন মসল্লা।
এ ব্যাপারে এমরান হোসেন নামের সাবেক শিক্ষার্থী বলেন, আমারা কয়েকজন বন্ধু মিলে এই উদ্যোগটি নিয়েছি। এবার আমরা ছোট পরিসরে শুরু করলাম। আগামী বছর থেকে ইনশাআল্লাহ আরও বড় পরিসরে এই আয়োজন করবো। ইফতার ও ঈদ সামগ্রী বিতরনের সময় উপস্থিত ছিলেন, মোস্তফা, ফারুক, জিয়া, রেজাউল, আব্দুল হাই প্রমূখ।

Check Also

জোড়পুর্বক জমি দখলের পায়তারা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

বগুড়া সংবাদ :  জোড় পুর্বক জমি দখলের চেষ্টায় ব্যর্থ হয়ে এবং পরবর্তীতে মিথ্যা মামলা দিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *