সর্বশেষ সংবাদ ::

কাহালুতে গাছের সাথে মোটর সাইকেলের ধাক্কায় ২ জন নিহত

বগুড়া সংবাদ :  বগুড়ার কাহালুতে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ওই মোটরসাইকেলে থাকা ৩ জন ছিটকে পড়ে ঘটনাস্থলেই একজন ও মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরেকজন মারা যান। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে মালঞ্চা-জামগ্রাম সড়কের উপজেলার জামগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানান, নন্দীগ্রাম উপজেলার ভুষ্কুর গ্রামের মৃত মোকলেছার রহমানের পুত্র মো. সোহান (২২), মো. মুক্তার হোসেনের পুত্র জেমস (১৬), মো. জাহাঙ্গীরের পুত্র রাসেদ (২৫) মালঞ্চার দিক থেকে তারা নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। জামগ্রামের কাছে গিয়ে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাকা সড়কের পাশে একটি আম গাছের সাথে ধাক্কা লাগলে তিনজন ছিটকে পড়ে যান। ঘটনাস্থলে সোহান (২২) মারা যান। আহত অবস্থায় অপর দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান জেমস (১৬)। এদিকে আহত রাসেদ (২৫) কে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই দুর্ঘটনার পর কথা উঠেছে তাদেরকে পিছন থেকে কেউ ধাওয়া করতে পারে। বিষয়টি গুরুত্ব দিয়ে পুলিশ এবিষয়ে অনুসন্ধান চালাচ্ছে তাদেরকে কেউ ধাওয়া করেছে না নিজেরাই নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা জানান, দুর্ঘটনার সঠিক কারণ জানতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় কেউ অভিযোগ দিলে সেটাও খতিয়ে দেখা হবে।

Check Also

ধানক্ষেতে মিলল ধান ব্যবসায়ীর মরদেহ, শেরপুরে নৃশংস হত্যাকাণ্ড

বগুড়া সংবাদ : বগুড়ার শেরপুর উপজেলায় ধান ব্যবসায়ী আব্দুল হামিদ মন্ডলকে (৩৮) স্বাসরোধ ও পিটিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *