সর্বশেষ সংবাদ ::

১৯ বছর পর বগুড়ায় তারেক রহমান — আলতাফুন্নেছা মাঠে জনসমুদ্র, দোয়া ও সমর্থন প্রার্থনা

বগুড়া সংবাদ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বগুড়াবাসীর কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন বিএনপি চেয়ারপারসনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ১১টা ৫০ মিনিটে বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে অনুষ্ঠিত বিশাল নির্বাচনী সমাবেশে তিনি নিজের জন্য এবং জেলার অন্যান্য আসনের প্রার্থীদের পক্ষে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

প্রায় ১৯ বছর পর তারেক রহমানের এই জনসভা জনসমুদ্রে পরিণত হয়। বিকেল থেকেই সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। অনেকেই প্রিয় নেতাকে এক নজর দেখতে দুপুর থেকেই মাঠে অবস্থান নেন।
বক্তব্য শুরুর আগে তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এ সময় তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী, বগুড়ার পুত্রবধূ ডা. জোবাইদা রহমান।
রাত সাড়ে ১২টার দিকে বক্তব্যে তারেক রহমান আবেগঘন কণ্ঠে বলেন,
“আজ এই মুহূর্তে আমার আপনাদেরকে কিছু দেবার নাই, আমি শুধু চাইতে এসেছি— আপনাদের সমর্থন, সহযোগিতা ও দোয়া।”
তিনি তার রাজনৈতিক কর্মকাণ্ডে স্ত্রীর সহযোগিতার কথা উল্লেখ করে বলেন, বগুড়াবাসী পাশে থাকলে ভবিষ্যতে দেশকে শক্তিশালী অবস্থানে নেওয়া সম্ভব।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা স্মরণ করে তিনি বলেন,
“দেশ গড়তে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
এ সময় তিনি নিজের প্রচলিত স্লোগান তুলে ধরেন—
“করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।”
বগুড়ার মানুষের প্রতি বিশেষভাবে দোয়া চেয়ে তিনি বলেন, যেন এমন কাজ করতে পারেন যাতে বগুড়াবাসী তাকে নিয়ে গর্ব করতে পারে। তিনি সতর্ক করে বলেন,
“বগুড়াকে বিতর্কিত করা যাবে না।”
সরকার গঠন করলে শুধু নিজ এলাকার নয়, সারা দেশের কথা ভাবার আহ্বান জানান তিনি।
চাকরি ও ব্যবসা-বাণিজ্যে যোগ্যতার ভিত্তিতে সুযোগ দেওয়ার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, বগুড়ার ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে, তবে এমন কিছু করা হবে না যাতে জেলা বিতর্কিত হয়।
দীর্ঘদিন পর দেশে ফিরে আবেগাপ্লুত হয়ে তিনি বলেন,
“প্রায় ১৯ বছর পরে নিজের ভূমিতে ফিরে আসতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া।”
তিনি ২০০১–২০০৫ সময়ে বগুড়ায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরে বলেন, বগুড়াকে তিনি একটি “মডেল জেলা” হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন।
আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন,
“এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশ কোন পথে যাবে তার দিকনির্দেশনা দেবে এই ভোট।”
জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের সঞ্চালনায় সমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, উপদেষ্টা কাউন্সিলের সদস্য, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

Check Also

শিবগঞ্জ আসন থেকে মীর শাহে আলমকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করুন,,,,,,, তারেক রহমান

বগুড়া সংবাদ : (রশিদুর রহমান রানা, শিবগঞ্জ (বগুড়া) : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *