বগুড়া সংবাদ : বগুড়া-৬ সদর আসনে ১১দলীয় জোট প্রার্থী ও বগুড়া শহর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল মঙ্গলবার বিকেলে গোকুল ইউনিয়নে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে গণসংযোগ করেন। গণসংযোগে উপস্থিত ছিলেন শহর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম বেগ, শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর সভাপতি আজগর আলী, যুব বিভাগের শহর সহ সভাপতি এনামুল হক রানা, সেক্রেটারী আব্দুল হাদি শফিক, আলিয়া মাদরাসা ছাত্রশিবিরের সভাপতি আবুল কাশেম,আমীর মাওলানা লুৎফর রহমান, সেক্রেটারী রফিকুল ইসলাম নান্নু, ছাত্র শিবির নেতা হাফেজ রিয়াজ হাসান রিফাত প্রমুখ। পরে রামশহরে এক পথসভায় অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, সমাজে কুরআন প্রতিষ্ঠার জন্য জামায়াতে ইসলামী লড়াই সংগ্রাম করে যাচ্ছে। কুরআনের আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠা হলে সমাজে অবশ্যই শান্তি ফিরে আসবে। ক্ষমতায় গেলে আমরা দেশকে একটি বৈষম্যহীন, দুর্নীতি, দুঃশাসন, মাদক ও অপরাধমুক্ত নতুন বাংলাদেশ উপহার দিবো ইনশাআল্লাহ ।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা