বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা শিবগঞ্জ ,বগুড়া) :
বগুড়ার শিবগঞ্জে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার ( ২৫ জানুয়ারি) শহিদ হাফিজার রহমান অডিটরিয়ামে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট এর আয়োজনে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান। উপাজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার শাহাদাত হোসেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ফজলুর করিম, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম প্রমূখ।
জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সর্বোচ্চ দায়িত্বশীলতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে।
তিনি নির্বাচন ও গণভোটের প্রতিটি ধাপে আইন ও বিধিমালা যথাযথভাবে অনুসরণ করার পাশাপাশি ভোটারদের আস্থা অর্জনে সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানান।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা