বগুড়া সংবাদ : বগুড়ায় বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার এক র্যালী শহর প্রদক্ষিণ করে। এবারের প্রতিপাদ্য বিষয় : কুষ্ঠ রোগ নিরাময়যোগ্য, সামাজিক কুসংস্কার প্রকৃত বাধা। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় বগুড়া সিভিল সার্জনের কার্যালয়, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগী সংস্থার সমন্বয়ে দিবসটি পালন করা হয়। র্যালীতে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: মোঃ খুরশীদ আলম, ডেপুটি সিভিল র্সাজন ডা: এস এম নূর-ই-শাদীদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকমর্তা ডা. মোঃ ফারজানুল ইসলাম। দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত আলোচনা সভা ডা. মোঃ খুরশীদ আলম, সিভিল সার্জন বগুড়া’র সভাপতিত্বে সিভিল সার্জন কার্যালয়ের বন্ধন সভাকক্ষে শোভাযাত্রা পরবর্তী অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মোঃ আজিজুল হাকিম বাপ্পা ও সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ আব্দুল হান্নান এর সঞ্চালনায় ডেপুটি সিভিল সার্জন ডাঃ এস. এম নূর-ই-শাদীদ স্বাগত বক্তব্য প্রদান করেন। মোঃ ওয়াহিদুজ্জামান পলু, প্রকল্প ব্যবস্থাপক, লেপ্রা বাংলাদেশ, বগুড়া দিবসের প্রতিপাদ্য এর আলোকে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে তথ্যবহুল একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। ডা. মোঃ আফজাল হোসেন তরফদার-উপপরিচালক, টিমএসএস স্বাস্থ্য সেবা র্কমসুচি, ডা. তারেক মোঃ রেজা-সার্ভিলন্সে এন্ড ইম্যুনাইজেশন মেডিকেল অফিসার, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ডা. আসমাউল হুসনা-মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়, বগুড়া সদর, মোঃ সাইফুল ইসলাম, রোগী ও সাধারন সম্পাদক, এবং মোছা. তাছলিমা আক্তার, রোগী ও সভাপতি, বগুড়া জেলা কুষ্ঠ ও প্রতিবন্ধি উন্নয়ন ফেডারেশন প্রমুখ আলোচনায় অংশগ্রহণ করে কারন, লক্ষন ও অভিজ্ঞতা বিনিময় করেন। সুশৃঙ্খল জীবন-যাপন এবং ধর্মীয় অনুশাসন, রাজনৈতিক সদিচ্ছা ও সামাজিকভাবে পদক্ষেপ গ্রহনের মাধ্যমে কুসংস্কার দুর করা সম্ভব বলে আলোচকবৃন্দ সভায় মতামত ব্যক্ত করেন।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা