বগুড়া সংবাদ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে পোস্টাল ব্যালট ব্যবস্থাপনায় সর্বোচ্চ স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে বগুড়ায় পোস্টাল ব্যালট বাক্স লক কার্যক্রম সম্পন্ন করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ তৌফিকুর রহমান।
রবিবার (২৫ জানুয়ারি) বেলা ২টায় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থী ও তাদের নির্বাচনি এজেন্টদের উপস্থিতিতে এ লক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসময় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ তৌফিকুর রহমান জানান, বগুড়ায় পোস্টাল ভোট বিডি অ্যাপ’র মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছেন ২৪ হাজার ৫৬৯ জন ভোটার। এতে প্রবাসী ছাড়াও নির্বাচনী কাজে ব্যস্ত এবং নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে (কারাগারে) থাকা ভোটাররা পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধনের সুযোগ পেয়েছেন। পোস্টাল ব্যালট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল প্রক্রিয়া। এ প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়মের সুযোগ না রাখতে প্রতিটি ধাপ প্রার্থী ও তাদের প্রতিনিধিদের সামনে সম্পন্ন করা হচ্ছে।
তিনি আরও জানান, প্রতিটি ব্যালট বাক্সের নম্বর, সিল নম্বর ও লক নম্বর লিখিতভাবে সংরক্ষণ করা হচ্ছে। যাতে ভবিষ্যতে কোনো প্রশ্ন বা বিতর্কের সুযোগ না থাকে।
ব্যালট বাক্স লক কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মেজবাউল করিমসহ বিভিন্ন প্রার্থীর নির্বাচনি এজেন্ট এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার সাতটি সংসদীয় আসনে এবং গণভোটে এবারই প্রথম পোস্টাল ব্যলটে ভোট দিবেন ২৪ হাজার ৫৬৯ জন ভোটার। এবারের নির্বাচন ও গণভোটে বগুড়ার সাতটি সংসদীয় আসনের মধ্যে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে ভোট দিতে মোট ৩ হাজার ৮১৭ জন ভোটার পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন। বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে মোট ২ হাজার ৮১৬ জন, বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদিঘী) আসনে মোট ৩ হাজার ৮১৭ জন, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মোট ২ হাজার ৫২৭ জন, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে মোট ৩ হাজার ১৭৯ জন, বগুড়া-৬ (সদর) আসনে মোট ৩ হাজার ৭৪৫ জন ও বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে মোট ৪ হাজার ৬৩৫ জন নিবন্ধন করেছেন।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা