সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় ফুড এক্সপোতে ভোক্তা অধিকারের অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

বগুড়া সংবাদ : বগুড়া শহরে গোহাইল রোডে (পৌর পার্কের বিপরীতে) অবস্থিত ফুড এক্সপো চাইনিজ রেস্টুরেন্টে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়েছে।
রবিবার দুপুর ১২টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে রেস্টুরেন্টটিতে মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ, খাবারে বিক্রয় নিষিদ্ধ গোলাপজল ব্যবহার, মানহীন বিট লবণ প্রয়োগ এবং স্টিকারবিহীন আমদানীকৃত বিদেশি সস ব্যবহার করার প্রমাণ পাওয়া যায়।
উল্লিখিত অপরাধের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ফুড এক্সপো চাইনিজ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য প্রতিষ্ঠানটিকে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন মোহাম্মদ মেহেদী হাসান, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া। এ সময় উপস্থিত ছিলেন ক্যাব বগুড়ার সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে জেলা পুলিশের একটি চৌকস দল।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থ ও জনকল্যাণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Check Also

বগুড়া ইসলামিক স্টাডিজ গ্রুপের পবিত্র শবে মেরাজ পালিত

বগুড়া সংবাদ : সারাদেশের ন্যায় বগুড়ায় ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র শরেব মেরাজ পালন করেছে। এ উপলক্ষে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *