সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় হারানো ৭ লাখ টাকা উদ্ধার, মালিককে ফিরিয়ে দিল বগুড়া সদর থানা পুলিশ

বগুড়া সংবাদ : বগুড়া সদর থানা পুলিশের তৎপরতায় বড়গোলা মোড় এলাকা থেকে হারিয়ে যাওয়া ৭ লাখ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কৃষ্ণপুর ছয়ঘড়িয়া গ্রামের মোঃ আশরাফুল ইসলাম (৩৫) গত ১০ জানুয়ারি রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে বগুড়া সদর থানাধীন বড়গোলা শেখ মার্কেটের ‘রফিকুল বাংলা স্টোর’ থেকে মালামাল বিক্রির ৭ লাখ ২৭ হাজার টাকা গ্রহণ করেন। এর মধ্যে ৭ লাখ টাকা একটি লাল-সাদা রঙের শপিং ব্যাগে রেখে রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে বড়গোলা মোড়ের একটি দোকানে কেনাকাটা করতে যান।

কেনাকাটা শেষে রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে অসাবধানতাবশত বড়গোলা মোড়ের মিল্টন এন্টারপ্রাইজ দোকানের ক্যাশ টেবিলের ওপর ৭ লাখ টাকার ব্যাগটি রেখে দোকান থেকে বের হয়ে যান তিনি। পরে টাকা হারিয়ে যাওয়ার বিষয়টি বুঝতে পেরে তিনি বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পর এসআই (নিঃ) মোঃ মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালান। পরবর্তীতে অভিযোগকারীর হারানো ৭ লাখ টাকার ব্যাগটি উদ্ধার করা হয়।

অফিসার ইনচার্জের নির্দেশক্রমে সাক্ষীদের উপস্থিতিতে জিন্মানামা মূলে উদ্ধারকৃত ৭ লাখ টাকা অভিযোগকারীর কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় মিল্টন এন্টারপ্রাইজের মালিক বা কোনো কর্মচারীর বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সাধারণ ডায়েরিতে নথিভুক্ত করা হয়েছে।

পুলিশের দ্রুত ও মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন অভিযোগকারী ও স্থানীয় ব্যবসায়ীরা।

Check Also

কাহালুতে রাস্তার সরকারি গাছ কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে জেল-২

বগুড়া সংবাদ : বগুড়ার কাহালুতে রাস্তার গাছ কাটার অভিযোগে শনিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতে নাজিম (২২) ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *