
বগুড়া সংবাদ : সোনাতলায় পানিতে পড়ে শিশুর মৃতু
সোনাতলা (বগুড়া) সংবাদদাতা: সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের শালিখা গ্রামে শরিফুল ইসলামের তিন বছরের শিশুপুত্র সাজ্জাত হোসেন ডোবার পানিতে পড়ে মৃতু হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) এ ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান ওইদিন সকাল ৮টার দিকে শিশুটি হাঁসের পিছু পিছু বাড়ির সামনের ডোবার ওপর পৌঁছিলে আকস্মিক পা ফস্কে সকলের অজান্তে ডোবার পানিতে পড়ে মারা যায়। অভিভাবকরা খোঁজাখুঁজি করার পর শিশু সাজ্জাত হোসেনকে ডোবার পানি থেকে মৃতু অবস্থায় উদ্ধার করে। মধুপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম মৃতুর বিষয়টি নিশ্চিত হয়ে জানান।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা