সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ারসহ সহায়ক বিতরণ

বগুড়া সংবাদ  : বগুড়ায় র‌্যালি, প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ারসহ সহায়ক উপকরণ বিতরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদ্যাপন করা হয়েছে। প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি এই প্রতিপাদ্যে বুধবার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বগুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এরআগে সকাল ১০টায় জেলা প্রশাসক চত্বর বটতলা থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ এসে শেষ হয়। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ রকনুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আসাদুজ্জামান, সিভিল সার্জন ডাঃ মোঃ খুরশীদ আলম। এসময় উপস্থিত ছিলেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মর্জিনা আক্তার, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র বগুড়ার কনসালটেন্ট (ফিজিওথেরাপি) ডাঃ নাসরিন সুলতানা প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, মানবিক রাষ্ট্রব্যবস্থা গঠনের লক্ষ্যে প্রতিবন্ধী জনগোষ্ঠীর অধিকার রক্ষা, উন্নত জীবনমান নিশ্চিতকরণ এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে সরকার বিভিন্ন যুগোপযোগী কর্মপরিকল্পনা গ্রহণ করেছেন। পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষ ও স্বাবলম্বী নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকারি সহায়তা আরো জোরদার করা প্রয়োজন।
অনুষ্ঠান শেষে জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের পক্ষ থেকে ১৪টি হুইলচেয়ার ও ৬টি ট্রাইসাইকেল বিতরণ করা হয়।

Check Also

খালদা জিয়ার সু¯তা কামনায় দুপচাঁচিয়ায় উপজলা সিএনজি মালিক সমিতির দায়া মাহফিল অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : বিএনপির চয়ারপার্সন ও সাবক প্রধানম¿ী দশনত্রী বগম খালদা জিয়ার দ্রæত রাগমুক্তি ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *