সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়ায় ব্যক্তি মালিকানাধীন জায়গা নিয়ম বহির্ভূত ভাবে দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত

বগুড়া সংবাদ : দুপচাঁচিয়ার পৌরসভার ৫,৬,ও ৮ ওয়ার্ডের ভুক্তভোগী এলাকাবাসীর আয়োজনে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে ব্যক্তি মালিকানাধীন জায়গা

নিয়ম বহির্ভূতভাবে দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
গত ২ডিসেম্বর (মঙ্গলবার)
দুপচাঁচিয়া পুরাতন বাজার তেমাথা রোডে দুপুর ১২ টা হতে ১টা পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ব্যবসায়ি মোহাম্মদ আলীর সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন,দুপচাঁচিয়া সদর ইউপির সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক তালুকদার কায়কোবাদ,৮নং-ওয়ার্ডেরসাবেক পৌর কাউন্সিলর রেজানুর তালুকদার রাজিব,দোকান মালিক আব্দুস সালাম, রবিউল ইসলাম,আওরঙ্গজেব,নাঈম শেখ,
উপজেলা জুয়েলার্স এ্যাসোসিয়েশনের সভাপতি জাহেদুল ইসলাম কাজল,এলাকাবাসী ফজলে রাব্বি প্রমুখ।
বক্তারা বলেন,দুপচাঁচিয়ার পৌরসভার দুপচাঁচিয়া-তালোড়া রাস্তার পাশ দিয়ে শহরতলা হতে বালিকা উচ্চ বিদ্যালয় পর্যন্ত
ড্রেন নির্মাণের জন্য দুপচাঁচিয়া পৌর প্রশাসন রাস্তার সীমানা ছাড়াও ব্যক্তি মালিকানার জায়গা দখলের চেষ্টা করছেন। যা অন্যায় ও আইন বিরোধী। তাদের ব্যক্তি মালিকানাধীন জায়গা নিতে চাইলে আলোচনা সাপেক্ষে ও শুধু ড্রেন নির্মাণের জন্য যে জায়গা প্রয়োজন শুধু সেটুকু সরকারের পক্ষ হইতে কিনে নিতে হবে। অন্যথায় আমাদের জায়গা হতে আমরা একপাও পিছু হটবোনা।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা যুবদলের আহ্বায়ক আফসার আলী,পৌর যুবদলের যুগ্ম আহবায়ক নাঈম কবিরাজ,ব্যবসায়ী গুলজার শেখ,মিল্টন বসাক, খোকন সহ অন্যান্য দোকান মালিকগণ।

Check Also

খালদা জিয়ার সু¯তা কামনায় দুপচাঁচিয়ায় উপজলা সিএনজি মালিক সমিতির দায়া মাহফিল অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : বিএনপির চয়ারপার্সন ও সাবক প্রধানম¿ী দশনত্রী বগম খালদা জিয়ার দ্রæত রাগমুক্তি ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *