বগুড়া সংবাদ : ‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণী সম্পদে হবে উন্নতি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুপচাঁচিয়ায় প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রাণি সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ২৬নভেম্বর বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বর হতে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে প্রাণি সম্পদ দপ্তরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে জেলা প্রাণি সম্পদ অফিসের অতিরিক্ত প্রাণি সম্পদ অফিসার ডাঃ নাছরীন পারভীন এর সভাতিত্বে ও একাডেমিক সুপারভাইজার শাহ মোঃ মাহমুদুন্নবী এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) তৌহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মুহাঃ সাইফুল আবেদীন। এসময় জুলাই যুদ্ধে শহীদ আবু রায়হান রাহিমের মা রওশনআরা বেগম সহ জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদযাপন উপজেলা কমিটির সদস্যগণ এবং খামারীগণ উপস্থিত ছিলেন। শেষে প্রধান অতিথি প্রদর্শনীতে অংশ নেয়া বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ প্রদর্শনীতে ৩০স্টল অংশ নেয়।
#
তালোড়ায় পৌর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল
দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়ার তালোড়া পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল জলিল খন্দকারের বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় পৌর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৫নভেম্বর মঙ্গলবার বিকেলে স্টেশন রোডস্থ দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল পূর্ব এক আলোচনা সভা পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আনারুল হক বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক এমরান আলী রিপু, তালোড়া পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা আব্দুল জলিল খন্দকার। এসময় পৌর বিএনপির যুগ্ম সম্পাদক এসএ স্বাধীন, সাংগঠনিক সম্পাদক মাহিসুর রহমান কাজল, সাবেক প্যানেল মেয়র সৈয়দ আবু হাসান আজাদ, পৌর তাঁতী দলের সভাপতি খায়রুল বারী সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর রুহের মাগফেরাত কামনা ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে দোয়া করা হয়
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
